বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিয়েভের কাছে বিমানঘাঁটি দখল নিলো রাশিয়া 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৪

ইউক্রেনের আন্তোনভ বিমানবন্দর দখল নিয়েছে রাশিয়ার বিমানবাহিনী। মধ্য কিয়েভ থেকে প্রায় ২৫ মাইল দূরে এই বিমানঘাঁটির অবস্থান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা সিএননের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সিএনএনের সাংবাদিক ম্যাথু চ্যান্স বলেন, 'ওই বিমানঘাঁটি দখল নেওয়ায় তারা আমাদের ভেতরে ও তাদের সঙ্গে থাকতে অনুমতি দেয়। সকালে দিকে দেশটির বিমানবাহিনীর সদস্যরা সেখানে নামে ও বেশি করে বাহিনী আনার অবস্থান তৈরি করে।'  

এই সাংবাদিক আরও বলেন, সেনাদের পোশাকের বাহুতে একটি কমলা ও কালো ব্যান্ড রয়েছে যাতে তাদের রাশিয়ান বাহিনী হিসেবে চিহ্নিত করা যায়।  

সেখানে রুশ বাহিনীর ইউনিটের কমান্ডার সিএনএনকে বলেন,  'সম্ভবত ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে একটি বন্দুকযুদ্ধ হয়। বিমানবন্দরটি দখল ফিরে নেওয়ার চেষ্টা করতে ইউক্রেনের বাহিনী পাল্টা আক্রমণ চালাচ্ছে।' 

ম্যাথু বলেন, 'আমরা কিছু বিমানের শব্দ শুনতে পাচ্ছি... বিমান ঘাঁটির কম্পাউন্ডের ভেতর থেকে কালো, ধূসর ও বাদামী ধোঁয়া উড়ে  আসছে। আমার মনে হয় আমাদের উপরে আকাশে অনেক জেট বিমান আছে।' 

  

ইত্তেফাক/এসআর