বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রামেক হাসপাতালে করোনা পরবর্তী জটিলতায় ২ জনের মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০২২, ১৪:৪৫

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ভর্তি হয়েছেন ১ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন।

মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে বুধবার (২ মার্চ) সকাল পর্যন্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কিংবা সংক্রমণের উপসর্গে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা রাজশাহী জেলার বাসিন্দা।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে গতকাল বুধবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ১৬ জন। অন্যদিকে মঙ্গলবার রামেক হাসপাতাল মলিকুলার ল্যাবে ৪০টি নমুনায় একটিতেও করোনা শনাক্ত হয়নি, একই দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ভাইরোলজি ল্যাবে ২৭৯টি নমুনায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের গড় হার ১১ দশমিক ৪৭ শতাংশ (প্রায়)।

ইত্তেফাক/এমআর