বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে কারণে মার্কিনিরা একে-৪৭-এর ব্যবহার শিখছে

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:১৭

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে আজ রবিবার (৬ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে সংঘাত। এরি মধ্যে ইউক্রেন দাবি করেছে, বিশ্বের বিভিন্ন দেশ ও ইউরোপ থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক ‘আন্তর্জাতিক সেনাদলে’ যোগ দিতে রাজি হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য এসেছেন তিন হাজার মার্কিন নাগরিক। 

ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের দূতাবাসের একজন প্রতিনিধি জানান, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকরা সাড়া দিয়েছেন। ওই প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন হাজার মার্কিন নাগরিক ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন। ইউক্রেনের এলভিভ শহরে এসব মার্কিন নাগরিক একে-৪৭ রাইফেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রশিক্ষণের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। খবরে বলা হয়েছে, এসব স্বেচ্ছাসেবক একটি সিনেমা হলে প্রশিক্ষণ নিচ্ছেন। 

 

ইত্তেফাক/এসআর