বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এপ্রিলে প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৮:১২

জুলাই মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (১০ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে তিনি সাংবাদিকদের তথ্য জানান।   

তিনি জানান, ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের  লক্ষ্যে এপ্রিলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাইয়ে নিয়োগ দেওয়া হবে।   

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ২০ অক্টোবর  বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। করোনার কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

 

ইত্তেফাক/ইউবি