শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রুশ-ইউক্রেন সংঘাতের মধ্যেই নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠাচ্ছে ন্যাটো

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:০২

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত আজ (১২ মার্চ) ১৭তম দিনে গড়িয়েছে। এর মধ্যেই নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সামরিক জোট ন্যাটো। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ মার্চ থেকে মহড়া শুরু হবে। সে উপলক্ষে ২৭টি দেশ থেকে প্রায় ৩০ হাজার সেনা, ২০০ যুদ্ধবিমান ও ৫০টি জাহাজ নরওয়েতে যাবে। যা চলতি বছরে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।

রাশিয়ান সীমান্ত থেকে শত মাইলেরও কম দূরত্বে মহড়া অনুষ্ঠিত হবে। এটা কিয়েভে মস্কোর হামলা শুরু হওয়ার অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন যুদ্ধের কারণে এই মহড়া বাড়তি গুরুত্ব পাচ্ছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ওড রজার এনোকসেন বলেন, ‘এই মহড়া নরওয়ে ও মিত্রদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ আগামী ১ এপ্রিল এ কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।

ইত্তেফাক/টিএ