রবিবার (১৩ মার্চ) পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের বিশাল ইয়াভোরিভের সামরিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয় জন নিহত ও ৫৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পর ওই ঘাঁটির আশেপাশে ২৫টির বেশি অ্যাম্বুলেন্স দেখা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্স ইয়াভোরিভের সামরিক ঘাঁটির দিকে দেখা গেছে। এছাড়া পরবর্তীতে আরও সাতটি অ্যাম্বুলেন্স ওই ঘাঁটির দিকে যেতে দেখা গেছে।
এর আগে ইউক্রেন জানায়, বিদেশি সামরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। তবে হামলার সময় সেখানে তারা কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।