কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আলহাজ নাজিম উদ্দিন বীর প্রতীক বৃহস্পতিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ কন্যা, আত্মীয়, গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি পাকিস্তানি আর্মি থেকে পালিয়ে এসে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ভারতে প্রশিক্ষণ নিয়ে মাস্টার ট্রেইনার হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষিত করেছিলেন। তাঁর জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ, উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাত, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইয়াসির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।