বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের দড়িহাসড়া গ্রামের পুকুরে মিলেছে ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ। ঐ শিশুর নাম মো. সানি মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটির নানা বাড়িতে এই ঘটনা ঘটে। সানি মিয়া একই ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আব্দুল মমিনের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়ির মধ্যে খেলতে দিয়ে মা শান্তনা বেগম সাংসারিক কাজ করছিলেন। পরে শিশুটির কোনো সাড়া-শব্দ না পেয়ে তার মা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে লাশ পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।