রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ন্যাটো মহড়ায় বিধ্বস্ত মার্কিন বিমানের সকল সেনা নিহত 

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:৩৯

নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর একটি যুদ্ধবিমান। এতে ওই বিমানে থাকা চারজন মার্কিন সেনা নিহত হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ মার্চ) নরওয়ের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) ও নরওয়ে পুলিশ।

জানা যায়, বিধ্বস্ত হওয়া ওই বিমানটির নাম এমভি ২২বি অসপ্রে। ধসে পড়ার আগে ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি সামরিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন শাখার নামে নিবন্ধিত এই বিমান। 

বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল এমভি ২২ বি অসপ্রে। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করেছিল। 

এ নিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে এক টুইট বার্তায় বলেন,  অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এই বার্তাটি পেয়েছি যে, গতকাল রাতে একটি বিমান দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত হয়েছেন।

ইত্তেফাক/এসআর