মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাকিস্তানে ধর্মীয় সহিংসতা বাড়ছে: রিপোর্ট

আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬:৪০

ইমরান খানের সরকার পাকিস্তানে ধর্মীয় সহিংসতা কমাতে ব্যর্থ হয়েছে। যার কারণে দেশটিতে এই ইস্যুতে সংঘাত আরও বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ধর্ম অবমাননার নামে হত্যা নতুন কিছু নয়। গত কয়েকবছরে এসব ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

মানবাধিকার কর্মীদের মতে, ধর্মীয় সহিংসতা বন্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে প্রতিসশ্রুতি দিয়েছেন তা কার্যকর হয়নি। এমনকি কোনো বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছে তারা।

ইসলামাবাদ ভিত্তিক মানবাধিকার কর্মী তাহিরা আব্দুল্লাহ জানান, রাজনৈতিক উদাসিনতা হলো ধর্ম অবমাননা বিষয়ক আইন অপব্যবহার বন্ধের সবচেয়ে বড় বাধা। ইমরান খানের সরকার ধর্মীয় সহিংসতার হুমকি মোকাবেলার প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে তার পূর্বসূরিদের থেকে আলাদা নয়। তবে, পার্লামেন্টে প্রভাবশালী ধর্মীয় দলগুলোর আচরণও কাপুরুষতার পরিচয় দেয়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ধর্ম স্বাধীনতা কমিশনের তথ্য মোতাবেক, পাকিস্তানে ধর্ম অবমাননার নামে ধর্মীয় সংঘাত অন্যান্য যেকোনো দেশের তুলনায় বেশি।

ইত্তেফাক/টিআর