কাবাডি স্টেডিয়ামে বেলা ২টায় কেনিয়া-শ্রীলঙ্কা এবং একই মাঠে বাংলাদেশ-ইরাক মুখোমুখি হবে। ইরাকে কাবাডির চর্চা শুরু হয়েছে খুব বেশি সময় হয়নি। তারপরও বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরাক।
কাবাডিতে এবারই প্রথম দুই দেশ মুখোমুখি হতে যাচ্ছে। ইরাকি অধিনায়ক আলি সারি জানান, বাংলাদেশ ও ইরাক সমশক্তির দল। আমি মনে করি আমরা সেরা। কারণ, আমি আমার খেলোয়াড় ও বাংলাদেশের খেলোয়াড়দের দেখেছি।
ইরাককে পেয়ে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘ইরাককে নিয়েই কাজ বেশি করছি। ইরাক আমাদের জন্য সহজ প্রতিপক্ষ।’