বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রামেক করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০:৩৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে দুই ও করোনা নেগেটিভ হওয়ার পরও বিভিন্ন শারীরিক জটিলতায় এক জনের মৃত্যু হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার মধ্যে আইসিইউতে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন আরেকজন।

ইত্তেফাক/এমআর