দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে বেশ স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে তামিম ইকবালকে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এরই মধ্যে অর্ধশত রান তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক। মাত্র ৫২ বলে ৫০ রান পূর্ণ করেন তামিম।
এটি তার ৫২তম ওয়ানডে ফিফটি। আজ শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান বোলারদের দেখেশুনে সামলাচ্ছেন তিনি। অপরপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস। এই দুই ওপেনারের সৌজন্যে বাংলাদেশের রান ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮১। লিটন ব্যাট করছেন ২৯ রানে।
এর আগে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ ওভারে মাত্র ১৫৪ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। এটি টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোর। সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এছাড়া সাকিব আল হাসান ২টি এবং মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন। অন্য উইকেটটি রানআউট।