শুক্রবার (২৫ মার্চ) সৌদি আরবের জেদ্দায় আরামকোর পেট্রলিয়াম পণ্যের বিতরণ কেন্দ্রে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর জেরে ইয়েমেনে শনিবার (২৬ মার্চ) পাল্টা হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএ এক টুইট বার্তায় জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার ভোরে সানা ও হোদেইদায় হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধ ও ‘বিশ্বের জ্বালানি উৎসগুলো রক্ষা’ করতে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছে।
জোটের এক বিবৃতির বরাত দিয়ে এসপিএ জানায়, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।