মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কমলগঞ্জে দাবদাহে ঝরে পড়ছে মুকুল

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:২৮

দাবদাহে অশান্ত হয়ে উঠছে মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা কমলগঞ্জের প্রকৃতি। এক মাস ধরে প্রচণ্ড খরায় ঝরে পড়ছে আম, কাঁঠাল ও লিচুর মুকুল। সেচের সুবিধা না পাওয়ায় পুড়ে যাচ্ছে খেতখামার। নষ্ট হতে চলেছে ফলের বাগান ও কৃষি খেত। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জে ৩৩৫ হেক্টর জমিতে আম, ৩২৫ হেক্টর জমিতে কাঁঠাল, ১৫ হেক্টর জমিতে জাম, ৩৪ হেক্টর জমিতে লিচু ও ৬০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে। তবে খরার কারণে আম, কাঁঠাল ও লিচুর বেশির ভাগ মুকুল ঝরে পড়ছে। 

উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন ও পতনঊষার ইউনিয়নের কৃষক শেরওয়ান আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রখর খরায় আম, কাঁঠাল ও লিচুর মুকুল ঝরে পড়েছে। অল্প কিছু থাকলেও শেষ রক্ষা হবে কি না, বলা মুশকিল। মুকুলের গুটি কালো হয়ে ঝরে পড়ছে। শুধু ফল গাছের মুকুলই নয়, বৃষ্টিপাত না হওয়ায় এবং সেচের অভাবে খেতখামারও পুড়ে যাচ্ছে। 

এ প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, এখন খরা চলছে। তাই সব স্থানেই পানির স্বল্পতা দেখা দিয়েছে| সেচ দিতে না পারলে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 

ইত্তেফাক/এআই