সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে ঠেলে দিল বিএসএফ

আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:৪৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। খবর পেয়ে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয় বলে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানিয়েছেন।

আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ১৪ জনকে ভারত থেকে ঠেলে দেওয়া (পুশ ইন) হয়েছে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন।

তাদের জিজ্ঞাসাবাদের পর পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

এর আগে বুধবার সকালে সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৬০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

ইত্তেফাক/এপি