বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্বাধীনতা দিবসে ৪০০ মুক্তিযোদ্ধাকে ‘মুজিব কোট’ পড়িয়ে সম্মাননা

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৮:৩৮

৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে কেন্দ্র করে ৪০০ মুক্তিযোদ্ধাকে ‘মুজিব কোট’ পড়িয়ে সম্মাননা দিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু। 

শনিবার (২৬ মার্চ) শরীয়তপুর জেলা শিল্পকলা মাঠে মুক্তিযোদ্ধাদের মুজিব কোট পড়িয়ে সংবর্ধনা-সম্মাননা দেওয়া হয়।

এসময় ইকবাল হোসেন অপু মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, প্রতিদান পাবার আশায় আপনারা যুদ্ধে যাননি। দেশকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, বঙ্গবন্ধুর চেতনায় নিজেকে শানিত করে স্বাধীনতার পক্ষে জীবনবাজি রেখেছেন। 

তিনি বলেন, আর হয়তো মায়ের কোলে ফিরে আসার, সন্তানকে ভালোবাসার, প্রিয়তমার মুখ দেখার সুযোগ পাবেন না এমনটা জেনেই আপনারা যুদ্ধে গিয়েছেন। তাই আপনাদের প্রতিদান দেওয়ার যোগ্যতা আমাদের নেই। তবুও মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রাপ্যতা পূরণে সচেষ্ট। যুদ্ধাপরাধীদের বিচার ও আপনাদের সম্মানিত করার মধ্যদিয়ে কিছুটা প্রাপ্যতা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

ইত্তেফাক/এমএএম