শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার পুতিনের দাবি প্রত্যাখ্যান করলো যুক্তরাজ্য 

আপডেট : ৩১ মার্চ ২০২২, ২২:০২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'এপ্রিলের এক তারিখ থেকে বিদেশি ক্রেতাদের অবশ্যই রুবলে গ্যাস বিল পরিশোধ করতে হবে। রুবলে বিল পরিশোধ করা না হলে চুক্তি সাময়িকভাবে বাতিল করা হবে।' এ নিয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন। 

রাশিয়ার এমন দাবির পর যুক্তরাজ্য জানিয়েছে, রাশিয়ার গ্যাস বিল রুবলে পরিশোধ করার পরিকল্পনা তাদের নেই। রাশিয়ার দাবি যুক্তরাজ্য মেনে নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেছেন, রাশিয়ার গ্যাস বিল রুবলে পরিশোধ করবে না যুক্তরাজ্য। 

এর আগে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার গ্যাস বিল ইউরো বা ডলারে পরিশোধ করা অব্যাহত রাখবে।   

রাশিয়ার এমন দাবিকে চুক্তির অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে জার্মানি ও ফ্রান্স। এখইসঙ্গে দেশ দুইটি রাশিয়ার এই কৌশলকে 'ব্লাকমেইল' হিসেবে অভিহিত করেছে।  

ইত্তেফাক/এসআর