বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ড্রাম চিমনি দিয়ে ফের কার্যক্রম শুরু করেছে গুঁড়িয়ে দেওয়া ইটভাটা

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১০:৫৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় রেললাইনের সন্নিকটে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটা এক সপ্তাহ আগে চিমনিসহ ভেঙে গুঁড়িয়ে দেয় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে ঐ দুটি ইটভাটাকে মোটা অঙ্কের জরিমানাও করা হয়। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাত দিন যেতে না যেতেই ইটভাটা দুটি ড্রাম চিমনি ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

জানা যায়, হাইকোর্টের নির্দেশনার পর কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি ইটভাটার মধ্যে আটটি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে রেললাইনের সন্নিকটে অবস্হিত মেসার্স কোনাবাড়ী ব্রিকস ও পদ্মা ব্রিকস মেনুফ্যাকচারার নামে দুটি ইটভাটাকে জরিমানা করে চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার কয়েকদিন পর ড্রাম চিমনি স্থাপন করে ভাটা দুটি পুনরায় চালু করে ভাটা মালিকরা। এতে আগের তুলনায় অনেক বেশি পরিবেশ দূষণ হচ্ছে বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক নয়ন ভূঁইয়া জানান, অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোতে দ্রুত অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

ইত্তেফাক/ইআ