কমলগঞ্জে কাঙ্ক্ষিত বৃষ্টিতে বোরোখেত ও ফলবাগানে প্রাণ ফিরেছে। দুই দিনের থেমে থেমে মাঝারি বৃষ্টিপাতের কারণে প্রায় ২ হাজার হেক্টর বোরোখেতে নতুন করে সজীবতা দেখা দিয়েছে। পাশাপাশি আম, কাঁঠাল, লিচুসহ মৌসুমি ফলের গাছসমূহে স্বস্তি ফিরেছে।
গত এক মাস যাবত প্রচণ্ড খরা ও সেচের অভাবে এসব জমির ধান মরে যাওয়ার উপক্রম হয়। আকস্মিক বৃষ্টির ফলে বোরো চাষিরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৫১০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।
উপজেলার শমশেরনগরের কৃষক শমছু মিয়া, শামসুল ইসলাম বলেন, আমরা প্রতি বছর কিছু জমিতে বোরো চাষাবাদ করি। এ বছর বৃষ্টি ও সেচের সংকটেও ভুগতে হয়েছে। তবে এরই মধ্যে কয়েকটি জায়গায় ধানের শিস বের হয়ে অতিরিক্ত খরায় কিছুটা নষ্ট হয়েছে। ইতিমধ্যে বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক উপকার হয়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, কৃষকরা বৃষ্টিপাতের জন্য অপেক্ষমাণ ছিলেন। বৃষ্টিতে বোরো ধানের বিরাট উপকার হয়েছে। যেসব জমিতে খরার কারণে ফাটল দেখা দিয়েছে, সেসব জমির ধান বৃষ্টির কারণে বেঁচে থাকবে।