২০২২ সালের শেষের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট উপাধি দেওয়া হবে বলেও জানান তিনি।
সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য।
উপাচার্য আরও বলেন, ২০২০ সালেই আমরা সমাবর্তন করার চেষ্টা করেছিলাম। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারিনি। তিনি যদি সম্মতি প্রকাশ করেন তাহলে আমরা সমাবর্তন আয়োজন করব। বছরের শেষ দিকে হতে পারে পঞ্চম সমাবর্তন।
উল্লেখ্য, অধ্যাপক ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর ২০২০ সালের ২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ২০২০ সালেই চবির ৫ম সমাবর্তন হবে উল্লেখ করে বলেছিলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের কথা বলেছি। ২০২০ সালেই একটি সমাবর্তন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আমার দায়িত্বকালে আমি বিশ্ববিদ্যালয়ে দুটি সমাবর্তন করতে চাই। একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি থাকবেন। আরেকটিতে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ থাকবেন।'
যদিও এ ঘোষণার প্রায় আড়াই বছর পেরোলেও এখনো সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিতে পারেনি কর্তৃপক্ষ।