অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটে দুই মাসের বিরতি পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এই ফাঁকা সময়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলবেন রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা।
কাউন্টিতে খেলতে ইতিমধ্যে সাত ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে কাউন্টির নতুন মৌসুম।
ছাড়পত্র পাওয়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ রিজওয়ান, আজহার আলি, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও জাফর গোহার। কাউন্টি খেলতে দ্রুতই ইংল্যান্ডে রওনা হবেন তারা।
মিডলেসেক্সের হয়ে শাহিন আফ্রিদি, সাসেক্সে রিজওয়ান, উস্টারশায়ারে আজহার, গস্টারশায়ারে নাসিম শাহ-জাফর গোহার, ল্যাঙ্কাশায়ারে হাসান আলি এবং হ্যাম্পশায়ারে খেলবেন আব্বাস। তবে ছাড়পত্রের শর্তে বলা হয়েছে, জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজের জন্য ডাকা হলে ফিরতে হবে।
পাকিস্তানের পরের আন্তর্জাতিক সিরিজ আগামী জুনে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। তারপর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাবর আজমের দল। জুলাইয়ের শেষ দিকে নেদারল্যান্ডস সফর করবে পাকিস্তান। পরে শ্রীলঙ্কায় এশিয়া কাপে অংশ নেবে দলটি।