শরণখোলায় বুধবার দুপুরে লোকালয়ে উদ্ধার করা একটি চিত্রল হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবন থেকে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের বন থেকে দুটি চিত্রল হরিণ শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। বুধবার সকালে গ্রামবাসীরা গ্রামের মাঠে দুটি হরিণকে ঘাস খেতে দেখে। গ্রামবাসীরা হরিণ দুটিকে ধরার জন্য তাড়া করলে একটি হরিণ নিকটস্থ ভোলা নদীতে পড়ে সাঁতরে সুন্দরবনের মধ্যে চলে যায়। অপর হরিণটি পশ্চিম রাজাপুর গ্রামের আলামিন হোসেনের বাড়ির পেছনে ঝোঁপের মধ্যে আশ্রয় নেয়। খবর পেয়ে ধানসাগর স্টেশনের বনরক্ষীরা ঝোঁপের মধ্যে থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সবুর বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে হরিণ দুটি গ্রামে চলে গিয়েছিল। একটি হরিণ মানুষের তাড়া খেয়ে বনে ফিরেছে এবং উদ্ধার করা হরিণটি বুধবার দুপুরে ধানসাগর স্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে বলে ঐ স্টেশন কর্মকর্তা জানিয়েছেন।