শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ২২ ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০২:৩০

ভারতের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সরকার সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ২২টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে চারটি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। বাকিগুলো ভারতীয় চ্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আনন্দবাজার পত্রিকা

এই প্রথম ভারত থেকে নিয়ন্ত্রিত কোনো ইউটিউব চ্যানেল বন্ধ করল সেদেশের সরকার। শুধু ইউটিউব চ্যানেলই নয়, তিনটি টুইটার হ্যান্ডেল, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি সংবাদ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে। 

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘একাধিক ইউটিউব চ্যানেলে ভারতের সশস্ত্র বাহিনী, জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পরিবেশন করা হতো। সেই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। পাশাপাশি সরাসরি পাকিস্তান থেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে ভারতবিরোধী খবর প্রকাশিত হচ্ছিল, সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

সূত্রের খবর, এই ইউটিউব চ্যানেলগুলোতে এমনভাবে সংবাদ পরিবেশন করা হতো যা দেখে মনে হতে পারে, সেগুলো জনপ্রিয় কোনো ভারতীয় চ্যানেলের ইউটিউব সংস্করণ।

ইত্তেফাক/ ইআ