শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যে কথা কখনো বলা হয়নি

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:০৫

আমাদের দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার ঔদ্ধত্য ও ষড়যন্ত্র যখন ধৈর্যের সব সীমা লঙ্ঘন করেছিল, তখন বঙ্গবন্ধু কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে ১৯৮০ সালের শুরুর দিকে আমি ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি ময়মনসিংহ শহরের ধোপাখলার বাড়িতে বসে রচনা করেছিলাম। আমি ১৯৭৯-১৯৮৩ সাল পর্যন্ত ময়মনসিংহে ছিলাম।

***১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আমি বেশ কিছু দিন ঘুমাতে পারতাম না। প্রায়ই ঘুমের মধ্যে আমি বঙ্গবন্ধুকে স্বপ্ন দেখতাম। আমার ঘুম ভেঙে যেত। আমি খুব ভয় পেতাম। ১৯৭৭ সালের একুশে ফেব্রুয়ারির সকালের কবিতা পাঠের আসরে পঠিত আমার ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ কবিতাটির মধ্যে সেই স্বপ্নের কথা আমি বলেছি।

***‘সমবেত সবার মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে,
শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি।’

***‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’— আমার এই কবিতার প্রথম শ্রোতা ছিলেন আমার পিতা, যিনি আমার কণ্ঠে আমার কবিতাটির আবৃত্তি শোনার পর তার চোখের জল ধরে রাখতে পারেননি।

***ঢাকা, ২৯ মার্চ ২০২২।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন