শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুদ্ধের মধ্যে ইউক্রেনে বরিস জনসন 

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২১:০১

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বরিস জনসন ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি বৈঠক করছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। 

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, 'প্রধানমন্ত্রী বরিস জনসন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইউক্রেন সফরে গেছেন। ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি প্রকাশে তিনি সেখানে গেছেন। 

তিনি আরও বলেন, 'ইউক্রেনে দীর্ঘদিনের সমর্থনের বিষয়ে তারা আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রী আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ তৈরি করবেন।' 

 

ইত্তেফাক/এসআর