চলতি বছরের প্রথম প্রান্তিকে টেসলা তিন লাখ ১০ হাজার ৪৮টি গাড়ি সরবরাহ করেছে। যদিও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এই প্রান্তিকে ‘কঠিন প্রান্তিক’ হিসেবে অভিহিত করেছেন।
বিশ্বব্যাপী সাপ্লাই চেইন সমস্যা ও টেসলার সাংহাই কারখানা বন্ধ থাকায় বেশ বেকায়দায় আছে টেসলা। তারপরেও সরবরাহকৃত গাড়ির সংখ্যা নেহাতই কম নয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেসলা জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে মডেল থ্রি ও ওয়াই মিলে দুই লাখ ৯৫ হাজার ৩২৪টি গাড়ি সরবরাহ করা হয়েছে। আর মডেল এস ও এক্স এর ১৪ হাজার ৭২৪টি গাড়ি সরবরাহ হয়েছে।
আগের প্রান্তিক থেকে কিছুটা এগিয়ে আছে টেসলা। গত বছরের শেষ প্রান্তিকে কোম্পানিটি তিন লাখ আট হাজার ৬০০টি গাড়ি সরবরাহ করেছিলো। কোভিড-১৯ এর প্রভাব বেড়ে যাওয়া মার্চে সাংহাই কারখানা দুই দিনের জন্য বন্ধ রেখেছিলো। গত সপ্তাহে পুনরায় কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত সাংহাই কারখানাতেই মডেল থ্রিএস এবং ওয়াইএস এর বেশিরভাগ উৎপাদন হয়ে থাকে।