অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার ২০২১ পেয়েছেন। রবিবার (১০ এপ্রিল) এ উপলক্ষে বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।
অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক। তার কিছু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূল লগ্নতা এবং পূর্ববঙ্গে আতিউর দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন।’
ড. আতিউর বলেন, ‘রবীন্দ্রনাথ শুধু একজন লেখকই নন, একজন মহান অর্থনীতিবিদও। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নের কথা অনবরত বলেছেন।’