মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হারিছার পাশে জেলা প্রশাসক 

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৭:২৭

রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বরিশালের বানারীপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিছার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক।

রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর শিশুদের ইফতার মাহফিল ও নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে হারিছা এবং তার বাবা মো. মিজানুর রহমান হাওলাদার ও মা রাজিয়াকে সমাজসেবা অধিদফতর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ। 

সাদিয়া আফরিন হারিছা বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমান হাওলাদার ও রাজিয়া দম্পতির তৃতীয় কন্যা। ২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের মধ্যে প্রথম ও ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলায় প্রথম (রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড  মেডেল) স্থান অর্জন করে দেশজুড়ে আলোচিত ও প্রশংসিত হন।

এ ছাড়াও ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয়, ২০১৭ ও ২০১৮ সালে বরিশাল বিভাগীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং বিএফএফ সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব এবং রচনা প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ও ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেন। হারিছা একাধিক বিষয়ে বিভাগীয় ও জাতীয় পুরস্কার অর্জন করে ইতিমধ্যে বরিশাল ও বানারীপাড়াকে আলোকিত ও গৌরবান্বিত করেছেন। 

উল্লেখ্য, সাদিয়া আফরিন হারিছা এমবিবিএস (শিক্ষাবর্ষ ২০২১-২২) ভর্তি পরীক্ষায় রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। 

 

 

ইত্তেফাক/এআই