শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বশেমুরবিপ্রবিতে বর্ষবরণ উৎসব ১৪২৯ উদযাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ২৩:৫১

বর্ষবরণ উৎসব ১৪২৯ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, দেয়ালিকা উদ্বোধন ও রম্য বিতর্কের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তার নেতৃত্বে 'আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে...' প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

মঙ্গল শোভাযাত্রার পরে বাংলা বিভাগে 'বৈশাখী বার্তা' নামে দেয়ালিকা উদ্বোধন করা হয়। এছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে রম্য বিতর্ক প্রতিযাগিতার আয়োজন করা হয়।

এদিকে বর্ষবরণ উৎসব ১৪২৯ উপলক্ষে বিকালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে স্থাপত্য বিভাগ ঘুড়ি উড়ানো উৎসব 'উড়াল' আয়োজন করে।

বর্ষবরণের এসকল আয়োজনে বশেমুরবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/জেডএইচডি