রংপুরে ৫৭৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩, রংপুর, সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রংপুর মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড়ের ব্রিজের পাশে জনৈক ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৮ টার সময় মাদক কারবারী ময়নুল ইসলাম (৫৫), পিতা-মৃত আব্দুল জব্বার এবং মমিনুল ইসলাম ওরফে মমিন (২৮), পিতা- ময়নুল ইসলাম, সাং-আশরতপুর মডার্ন, ওয়ার্ড নং-১৫, থানা-তাজহাট, জেলা-রংপুর কে ৫৭৬ পিস ইয়াবা অবৈধ মাদকদ্রব্যসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাবের কার্যক্রম চলমান রয়েছে।