শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কানাডায় বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪:৪৬

কানাডায় বিভিন্ন প্রদেশে পালিত হলো বাংলা নববর্ষ। পবিত্র রমজানের জন্য কোথাও অন্যান্য বছরের মতো আনুষ্ঠানিক ভাবে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের আয়োজনের খবর পাওয়া যায়নি। তবে ঘরে ঘরে নানা ভাবে নববর্ষ উদযাপন হয়েছে।

অটোয়ায় ব্যারিস্টার রেজাউর রহমান জানিয়েছেন, ঘরোয়া পরিবেশেই গান-কবিতায় এবং বৈশাখী খানাপিনার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করা হয়।

শনিবার ছুটির দিনে টরন্টোর বাঙালি পাড়া হিসেবে খ্যাত ড্যানফোর্ট এলাকায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। এই বর্ণিল মঙ্গল শোভাযাত্রায় বর্ণিল সাজে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালিরা মেতে উঠে।

ভ্যাংকুভার থেকে আমিনুল ইসলাম জানান, আজ থেকে ১৭ বছর আগে এই দিনে ব্রিটিশ কলাম্বিয়ার বাংলা সংস্কৃতির স্বীকৃতিস্বরূপ এই প্রভিন্সে বাংলা নতুন বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহকে ‘বাংলা হেরিটেজ উইক’ হিসাবে ঘোষণা দেয় এবং ২০১৯ সালে প্রভিন্সিয়াল সরকারি ক্যালেন্ডারে ‘বাংলা হেরিটেজ উইক’ অন্তর্ভুক্ত করে।

উল্লেখ্য, ২০০৬ সালে স্যারি সিটির মেয়র ডায়ান ওয়াট কানাডাতে সর্বপ্রথম বৈশাখের প্রথম সপ্তাহকে বাংলা হেরিটেজ উইক হিসেবে ঘোষণা দেন।

ইত্তেফাক/এমআর