বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হরিণাকুণ্ডুতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:৩৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৯ জন।

রবিবার (১৭ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আলতাফ বেড় বিন্নী গ্রামের নকিব উদ্দিন বিশ্বাসের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে বেড়বিন্নি গ্রামের শহিদুল ও শেখপাড়া বিন্নি গ্রামের সিরাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এর জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলতাফ বিশ্বাস মারা যান। 

 

ইত্তেফাক/ইউবি