শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাবেক নেতার মৃত্যুর ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার আইএস’র

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২০:২৮

ইসলামিক স্টেট গ্রুপ রোববার তাদের সাবেক নেতার মৃত্যুর ‘প্রতিশোধ’ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং ইউরোপে হামলা চালাতে ইউক্রেন যুদ্ধের সুযোগ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে দেয়া এ গ্রুপের এক অডিও বার্তায় বলা হয়, আবু ইব্রাহিম আল-কুরেশি এবং এ গ্রুপের সাবেক মুখপাত্রের মৃত্যুর ‘প্রতিশোধ গ্রহণে আল্লাহ’র ওপর ভরসা রেখে আমরা পবিত্র প্রচারণার ঘোষণা করছি।’

গ্রুপের নতুন মুখপাত্র আবু ওমর আল-মুহাজির রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে প্রতিশোধ গ্রহণে এ সহজ সুযোগ গ্রহণ করে ইউরোপে হামলা শুরু করার আহ্বান জানান।

হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা  কর্মকর্তানরা জানান, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে মার্কিন অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে বোমার বিস্ফোরণ ঘটানোয় জঙ্গি গ্রুপের আগের এ নেতা মারা যান।

গত ১০ মার্চ গ্রুপটি তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

ইত্তেফাক/এএইচপি