গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিগত কয়েকমাসের মধ্যে এটি ছিল তাদের প্রথম বিমান হামলা। জেরুজালেমের একটি পবিত্র স্থানে সপ্তাহান্তে সহিংসতার ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে ফিলিস্তিন ভূখন্ড থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এ বিমান হামলা চালালো। তেল আবিবের সমুদ্রোপকূলে রকেটটি ভূপাতিত করা হয়।
এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি গ্রুপ হামাস নিয়ন্ত্রিত এ উপত্যকা থেকে রকেট হামলার পর সোমবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। গত জানুয়ারির পর এ ধরনের প্রথম ঘটনা এটি।
ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরাইল ভূখণ্ডে আঘাত হানে। রকেটটি আয়রন ডোম ডিফেন্স সিস্টেমের সাহায্যে ঠেকিয়ে দেয়া হয়।’
এর কয়েক ঘণ্টা পর ইসরাইলি বিমানবাহিনী জানায়, এই রকেট হামলার জবাবে তারা হামাসের একটি অস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে।