শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জুনে ফের মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাবে চীন

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৯:৪০

ছয় মাস কক্ষপথে থাকার পর এই সপ্তাহেই ফিরে এসেছে চীনা নভোচারী। এবার জুনে নতুন মহাকাশ স্টেশনে আরও তিনজন নভোচারীকে পাঠাবে তারা। চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের পরিচালক হাও চুন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, শেনঝু ১৪ ক্যাপসুলের সদস্যরা ঘাঁটিতে দুটি মডিউল (যন্ত্রাংশ) যুক্ত করতে ছয় মাস তিয়ানগং এ থাকবেন। 

চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচি ২০০৩ সালে কক্ষপথে দেশটির প্রথম নভোচারী পাঠায়। ২০১৩ সালে রোবট রোভারগুলো চাঁদে এবং গত বছর মঙ্গলে অবতরণ করে। কর্মকর্তারা চাঁদে একটি সম্ভাব্য দল পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন।

তিয়াংগং বা স্বর্গীয় প্রাসাদের মূল মডিউলটি ২০২১ সালের এপ্রিলে কক্ষপথে স্থাপন করা হয়েছিল৷ এই বছর নির্মাণ শেষ করার পরিকল্পনা করা হয়েছিল৷

শনিবার শেনঝু ১৩–এর সদস্যরা অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলের গোবি মরুভূমিতে অবতরণ করে।

প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পর চীনই তৃতীয় দেশ যারা মহাকাশে মহাকাশচারী পাঠিয়েছে। ২০১১ এবং ২০১৬ সালে উৎক্ষেপিত স্টেশনগুলোর পর তিয়ানগং হলো চীনের তৃতীয় মহাকাশ স্টেশন।

চীনের সরকার ২০২০ সালে ঘোষণা করেছিল যে, দেশটির প্রথম পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান একটি পরীক্ষামূলক উৎক্ষেপণের পরে অবতরণ করেছে। তবে এর স্বপক্ষে কোনো ছবি বা বিবরণ প্রকাশ করা হয়নি।

ইত্তেফাক/এএইচপি