নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা শিশু তাসফিয়াকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি রিমনসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে সূবর্ণচর উপজেলার কেরামতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলো- মামলার তিন নম্বর আসামি মহিন, চার নম্বর আসামি আকবর, পাঁচ নম্বর আসামি সুজন ও ১০ নম্বর আসামি নাইম।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের নোয়াখালীর কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন জানান, আসামিরা সূবর্ণচর উপজেলার কেরামতপুর এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আসামিরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে শিশু হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের নোয়াখালী ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
গত ১৩ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান নামক স্থানে সৌদি প্রবাসী আবু জাহেরের (৩৭) কোলে থাকা তিন বছরের শিশু জান্নাতুল ফেরদাউস তাসফিয়াকে গুলি করে হত্যা করে শীর্ষ সন্ত্রাসী রিমন। আবু জাহের উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত জানু সরদারের ছেলে।