ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ও মলংচড়া বর্ডারে (চরজহিরউদ্দিন) মেঘনা নদীর তীর ভেঙে মো. ফারুক মাঝি (৫৫) ও নাতনি সামিয়া(০৮) পানিতে পড়ে যায়। এ ঘটনায় দাদা ফারুক প্রাণে বাঁচলেও নাতনি সামিয়ার শেষ রক্ষা হয়নি। চোখের সামনে সে মেঘনায় তলিয়ে যায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টায় এ ঘটনা ঘটে। বুধবার বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সামিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন এলাকার আজগর আলী মাঝির মেয়ে।
ফারুক মাঝি জানান, সকালে নাতনীকে নিয়ে নদীতে মাছ ধরতে যাই, এক পর্যায়ে নাতনী চিৎকার করলো নানা মাটি পানিতে ডুবে যাচ্ছে, কিছু না বুজে উঠতেই নাতনীসহ আমি নদীতে পড়ে যাই। অনেক কষ্টে আহত অবস্থায় আমি উপরে উঠে। তবে আমার চোখের সামনেই নাতনি পানিতে তলিয়ে যায়।
সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু জানায়, ঘটনাটি শুনার পর আমি তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও তজুমদ্দিন থানার ওসিকে অবগত করেছি। এ ছাড়াও স্থানীয় মেম্বারের মাধ্যমে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করেছি।