বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২১:১৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াছিন। কহিনুর পূর্বচরবাটা গ্রামে খায়রুল হাসানের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

চরজব্বার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহ আলম জানান, বুধবার রাতে ঝড়ে পল্লী বিদ্যুতের  তার ছিঁড়ে সানা উল্যার বাগানে পড়ে থাকে। তার মেরামতের জন্য পল্লী বিদ্যুতের লোকজনকে খবর দেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পল্লী বিদ্যুতের লোকজন আসলেও  লাইন মেরামত না করে চলে যায়। বিকেলে কোহিনুর  তার ছেলেকে নিয়ে খায়রুলের পাশের বাড়ি যাচ্ছিলেন। বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় মা ও ছেলে  বিদ্যুতের  জড়িয়ে  মারা যান।  বিকেল ৪টার দিকে স্থানীয়রা মৃত অবস্থায় মা-ছেলেকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

 

ইত্তেফাক/ইউবি