শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

করোনা: ২৪ ঘণ্টায় আরও ৩২৫৯ জনের মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০:১১

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২ লাখ ৩৫ হাজার ৩৫৯ জনে।

শুক্রবার (২২ এপ্রিল) বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ লাখ ৯৭ হাজার ৩২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৪৯৬ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।  আর ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

 

 

 

 

 

ইত্তেফাক/ ইউবি