বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১১:৫৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান। 

তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওবায়দুল কাদের সিঙ্গাপুরের গেছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার দেখাবেন। আশা করা হচ্ছে কাদের ভাই দ্রুতই দেশে ফিরবেন।

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় ঢাকায় স্টেন্টিংয়ের মাধ্যমে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।

ইত্তেফাক/ ইউবি