শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পর্যটকদের জন্য করোনা পরীক্ষায় পরিবর্তন আনছে থাইল্যান্ড 

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৫:৩৬

বিদেশি পর্যটকদের জন্য করোনা পরীক্ষায় পরিবর্তন আনছে থাইল্যান্ড। দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড বিদেশি পর্যটকদের আগমনে বাধ্যতামূলক পলিমারেজ চেইন প্রতিক্রিয়া পরীক্ষা বাতিল করবে। 

থাইল্যান্ডের প্রধান ভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র তাভিসিল্প ভিসানুয়োথিন শুক্রবার (২২ এপ্রিল) এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আকাশ ও স্থল সীমান্ত দিয়ে আসা পর্যটকদের জন্য আরটি-পিসিআর এর পরিবর্তে এখন অ্যান্টিজেন টেস্ট করা হবে। আগামী ১ মে থেকে এটি কার্যকর হবে। 

এর ফলে ভিসা সুরক্ষার জন্য পর্যটকদের আর থাইল্যান্ডে প্রবেশের পর বাধ্যতামূলক এক রাত হোটেলে থাকতে হবে না। 

দেশটির কর্মকর্তারা আরও বলেছেন, বিদেশি ভ্রমণকারীদের টিকা দেওয়ার সনদ ও ১০ হাজার ডলারের চিকিৎসা বীমার প্রমাণ দেখাতে হবে।  

এছাড়া যারা করোনার টিকা দেয়নি এবং আরটি-পিসিআর সার্টিফিকেট নেগেটিভ তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে যেসব ভ্রমণকারী এসব প্রমাণ দিতে পারবে না তাদের দেশটিতে নির্ধারিত কোয়ারেন্টিন সেন্টারে পাঁচদিন থাকতে হবে। 

ইত্তেফাক/এসআর