শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুতিনের বিশাল সেনাবাহিনী, তারাই জিততে পারে: বরিস জনসন 

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০:৩৫

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার (২২ এপ্রিল) বলেন, ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার জেতার 'বাস্তবসম্মত সম্ভাবনা' আছে। তিনি আরও বলেছেন, এই মুহূর্তে সেখানের পরিস্থিতি 'অপ্রত্যাশিত'। খবর সিএনএনের। 

দুই দিনের সফরে ভারতে অবস্থান করছেন বরিস জনসন। দিল্লিতে রিপোর্টারদের তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশাল সেনাবাহিনী।  

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'পুতিন অত্যন্ত কঠিন রাজনৈতিক অবস্থানে আছেন কারণ তিনি একটি বিপর্যয়কর ভুল করেছেন। তার কাছে সত্যিকারের এখন একমাত্র বিকল্প পন্থা হলো আর্টিলারির নেতৃত্বে তার ভয়ঙ্কর, নাকাল পদ্ধতি ব্যবহার চালিয়ে যাওয়ার চেষ্টা করা, ইউক্রেনীয়দের পিষে ফেলা।'    

খুব শিগগিরই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন বরিস জনসন। বরিস বলেছেন, 'রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের কঠোর প্রতিরোধের কারণে সংঘাত দ্রুত শেষ নাও হতে পারে।' 

আগামী বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে পারে-গোয়েন্দাদের দেওয়া এমন বার্তার সঙ্গে একমত কিনা? ভারতের রাজধানী দিল্লিতে রিপোর্টারদের এমন প্রশ্নের জবাবে বরিস বলেছেন, 'দুঃখের বিষয় হচ্ছে এটিই বাস্তবসম্মত সম্ভাবনা।' 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।  

ইত্তেফাক/এসআর