শেরপুরের শ্রীবরদী উপজেলায় ছেলের বিরুদ্ধে বাবা সুরুজ আলীকে (৭০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার শংকরঘোষ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বাবা সুরুজ আলীর সবসময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে সুরুজ আলী বাড়ির কাছে বাজারে যান বাজার করতে। এসময় অতর্কিতভাবে বিল্লাল হোসেন তার বাবার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই সুরুজ আলীর মৃত্যু হয়। এ সময় সুকৌশলে ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেন পালিয়ে যান।
নিহত সুরুজ আলীর মেয়ে ইসমত আরা জানান, আমার বাবাকে বড় ভাই দেখতে পারতো না, মাঝেমধ্যেই বাবাকে মারধর করতো।
নিহতের ছোট ছেলে কুদ্দুস আলী জানান, আমার বড় ভাইয়ের সঙ্গে আমাদের প্রায়ই জমিজমা নিয়ে ঝগড়া হতো। শুক্রবার দুপুরে আমাদের পরিবারের সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে সে আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।