সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তালার পারকুমিরা গণহত্যা দিবস আজ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১০:২২

আজ ২৩ এপ্রিল, সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে তালা উপজেলার পারকুমিরা নামক স্থানে ৭৯ জন গ্রামবাসীকে পাকসেনারা ব্রাশফায়ার করে হত্যা করে। এর মধ্যে ৪৯ জনের লাশ পারকুমিরার বধ্যভূমিতে মাটিচাপা দিয়ে রাখা হয়। বাকিদের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়। এছাড়া কাশিপুর গ্রামের শেখ হায়দার আলীকে পাকিস্তানি সেনারা গায়ে পাট জড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে।

শহিদ পরিবারের সন্তান ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম সেদিনের সেই বর্বরোচিত হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, সেদিন ছিল শুক্রবার। মসজিদে জুমার আজান হচ্ছিল। এ সময় পাটকেলঘাটা থেকে পাকিস্তানিরা পারকুমিরায় গিয়ে নিরীহ গ্রামবাসীকে আলোচনার কথা বলে একত্রিত করে। পরে তাদের ওপর ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই ৭৯ জন নিহত হন।

তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন বলেন, বর্তমান সরকার পারকুমিরায় শহিদদের গণকবর রক্ষার্থে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যে উক্ত স্থানে শহিদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন