প্রতিনিয়ত ভিডিও চিত্রের মাধ্যমে বিভিন্ন মানবিক গল্প তুলে ধরছে লাফজ। এরইমধ্যে তাদের বেশকিছু ভিডিও চিত্র দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।
সেই ধারাবাহিকতায় এবার তারা নির্মাণ করেছে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি সমাজ সচেতনতামূলক ভিডিও। রমজান ও ঈদে পথশিশুরা কীভাবে জীবনযাপন করে সেই চিত্র ফুটে উঠেছে এতে। ভিডিওটি অবমুক্ত করার পর থেকেই দারুণ প্রশংসিত হচ্ছে। এ ধরনের গল্প নিয়মিত তুলে ধরলে সমাজের মানুষের মানবিকতা আরও জাগ্রত হবে বলে মন্তব্য করছেন অনেকে।
শুধু ভিডিও চিত্র নির্মাণ নয়, তারা রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চালু করেছে ‘গিফট এ স্মাইল’ নামের একটি কার্যক্রম। এতে আছে বিভিন্ন মূল্য ও ধরনের পণ্যের তিনটি গিফট বক্স। ক্রেতা এর একটি পণ্য কিনলেই তা থেকে ২৫ শতাংশ দরিদ্র শিশুদের শিক্ষায় দান করা হবে। লাফজ আশ্রয় ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে বাস্তুহীনদের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়ার এই কার্যক্রম চালু করেছে। এছাড়া নিয়মিত মানবিক গল্পে ভিডিওচিত্র নির্মাণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।