বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইবির আবাসিক হল বন্ধ হবে ২৮ এপ্রিল, খুলবে ১২ মে

আপডেট : ১০ মে ২০২২, ২১:৪৯

পবিত্র মাহে রমজান, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ আগামী ২৮ এপ্রিল থেকে বন্ধ থাকবে। এদিন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। 

সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকল আবাসিক শিক্ষার্থীকে যথাসময়ে হল ত্যাগ করতে হবে। বন্ধ শেষে আগামী ১২ মে সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে।

এর আগে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত ২১ এপ্রিল থেকে সকল একাডেমিক ক্লাসসমূহ বন্ধ হয় যা আগামী ১১ মে পর্যন্ত চলমান থাকবে। তবে পরীক্ষাসমূহ ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। এদিকে আগামী ৩০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া উপাচার্যের উপর অর্পিত ক্ষমতাবলে ১১ মে তিনি ছুটি ঘোষণা করেছেন। ১৪ মে হতে অফিসসমূহ যথারীতি চলবে।

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন