বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘শেষ মিনিট পর্যন্ত ইমরান খান সেনাবাহিনীর কাছে ভিক্ষা চেয়েছেন’

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৭:৪৮

গদি ধরে রাখতে মরিয়া ছিলেন ক্ষমতাচ্যুত ইমরান খান। তিনি তার সরকারকে টিকে রাখতে শেষ মিনিট পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর কাছে ভিক্ষা চেয়েছেন। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এই অভিযোগ করেছেন। 

মঙ্গলবার রাতে (২৬ এপ্রিল) লাহোরে এক শ্রমিক সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, 'ইমরান খান এতটাই মরিয়া হয়েছিলেন যে, তিনি তার সরকারকে টিকে রাখার জন্য 
শেষ মুহূর্ত পর্যন্ত এস্টাবলিশমেন্টের কাছে ভিক্ষা চেয়েছেন।' পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনীই দেশটির ‘এস্টাবলিশমেন্ট’।  

মরিয়ম নওয়াজ আরও বলেছেন, ইমরান খান তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ব্যাপারে সাহায্য করার জন্য এমনি সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে অনুরোধও করেছিলেন।

শ্রমিকদের উদ্দেশে পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইমরান খান কাঁদছেন যে নওয়াজ শরিফ লন্ডনে বসে তার সরকার শেষ করে দিয়েছেন।

গত ১০ এপ্রিল পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। সেদিন ইমরান খানের বিরুদ্ধে ১৭৪ এমপি ভোট দেন।  

ইত্তেফাক/এসআর