শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতু ভেঙ্গে নিহত ১

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩:৩৮

রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন ব্রিজে ঢালাইয়ের সময় ভেঙ্গে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আরো ১৪ জন শ্রমিককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামবস্তী ব্রিজে একদল শ্রমিক ঢালাই কাজ করার সময় হঠাৎ করে ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়। ঢালাইয়ে প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। ব্রিজটি ভেঙ্গে পড়ার সাথে সাথে সকলে কংক্রিটের নিচে চাপা পড়লে তাৎক্ষণিক অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধারকৃত শ্রমিকদের ট্রাকে করে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রফিক নামে একজন শ্রমিককে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।  

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈকত আকবর চৌধুরী বলেন, শ্রমিক নির্মাণাধীন সেতু ভেঙ্গে গিয়ে আহত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ জন মারা গেছেন। আহতদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশংকাজনক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন বলেন, সেতু ভেঙ্গে গিয়ে ১ জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন। তারা বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।  

 

ইত্তেফাক/এআই