শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা, দাবি রাশিয়ার 

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৫:৫৫

ইউক্রেনের সামরিক স্থাপনায় রাতজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দেশটি জানিয়েছে, চারটি ক্ষেপণাস্ত্র হামলায় পূর্ব ইউক্রেনের বারভিনকোভ ও ইভানিভকার বসতির কাছে দুইটি মিসাইল ও গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস হয়েছে। এছাড়া রুশ মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাশিয়ার বিমান বাহিনী লুহানস্কের কাছে একটি ইউক্রেনীয় এসইউ-২৪ বিমান গুঁড়িয়ে দিয়েছে। 

তবে বিবিসির পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। 

ইত্তেফাক/এসআর